বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

12/6/20251 min read

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চেম্বারের সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) এর দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইউম মোল্লা, সহ-সভাপতি হাসিব আহম্মেদ মোল্লা, পরিচালকবৃন্দ মো: নাজমুল হক ভূঞা, মো: দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মো: ছানাউল্লাহ (মিলন), মো: নাসির উদ্দিন, মো: দেলোয়ার হোসেন, নাসির আহমেদ রিগান, মো: সারোয়ার হোসেন ভূঞা (ঝন্টু), আসাদুজ্জামান, ইফরান আহম্মেদ মোল্লা (রিপন), এনায়েত সারজিদ।

এসময় জেলার বিভিন্ন বণিক সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও চেম্বারের সাবেক পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। চেম্বারের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুরা কোরআন খতম দেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাজহারুল ইসলাম মাজহারী।